প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে সব পক্ষের সহযোগিতা চেয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে তিনি বলেন, নির্বাচন কমিশনের একমাত্র লক্ষ্য জাতিকে একটি ক্রেডিবল নির্বাচন উপহার দেওয়া। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে কমিশন সামনে এগিয়ে যেতে চায় বলেও তিনি উল্লেখ করেন। সিইসি পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান, তারা যেন ভোটের মাঠে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ইসির সহযোগী হিসেবে কাজ করেন। তিনি নতুন পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন এবং পর্যবেক্ষকদের রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার পরামর্শ দেন। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ইসির প্রস্তুতি জোরদার হচ্ছে।