বিএনপি নেতা আমীর খসরু বলেন, বিপ্লবের পর যে দেশ যত দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে গেছে, সেখানে তত দ্রুত স্থিতিশীলতা এসেছে। চাপিয়ে দিয়ে পরিবর্তন আনতে চাইলে, সেই সিদ্ধান্ত টেকসই হবে না। খসরু বলেন, কেউ জনগণের পক্ষে সিদ্ধান্ত নিতে চাইলে তাদের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সরকার গঠন করতে পারলে, প্রথম দিন থেকেই পারফর্ম করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আরো জানান, অন্তর্বর্তী সরকারের সাফল্য ব্যর্থতা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। এটি একটি ট্রাঞ্জেশন সরকার। এই সরকারের প্রাথমিক দায়িত্ব হলো জনগণকে তার সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেয়া। জাতীয় ঐকমত্য কমিশনের নেয়া উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, প্রত্যোকটি দলের নিজস্ব ভাবনা আছে চিন্তা আছে দর্শন আছে। সুতরাং সবাই সব বিষয়ে এক মত হবে এমনটা সম্ভব নয়।