নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর পাটাততা গ্রামে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শুক্রবার ভোররাতে ঘরের ভেতর জমে থাকা গ্যাসে আগুন ধরে বিস্ফোরণ ঘটে। দগ্ধরা হলেন জরিনা বেগম (৬৫), আলাউদ্দিন (৩৫), সাথিয়া আক্তার (১৪) ও সাইমা (৪)। তাদের রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
আহতদের স্বজন সালমা আক্তার জানান, বাড়িতে পাইপলাইনের গ্যাস দিয়ে রান্না করা হতো। রাতে লিকেজের কারণে ঘরে গ্যাস জমে যায় এবং হঠাৎ বিস্ফোরণ ঘটে। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আলাউদ্দিনের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে এবং তাকে আইসিইউতে রাখা হয়েছে। অন্যদের দগ্ধের পরিমাণ ১২ থেকে ৩০ শতাংশের মধ্যে।
পুলিশ ঘটনাটি তদন্ত করছে। বিশেষজ্ঞরা গৃহস্থালি গ্যাস সংযোগ নিয়মিত পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের পরামর্শ দিয়েছেন যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।