Web Analytics
২০২৬ সালের ২৫ জানুয়ারি ইউরোপের ফুটবলে ছিল অম্ল-মধুর এক রাত। স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালকে ২–০ গোলে হারিয়ে শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে দ্বিতীয়ার্ধে দুটি গোল করেন—একটি ৪৭তম মিনিটে এবং অন্যটি যোগ করা সময়ে পেনাল্টি থেকে। চলতি মৌসুমে এটি তার ২০ ম্যাচে ২১তম গোল। এই জয়ে ২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে বার্সেলোনাকে টপকে শীর্ষে উঠে গেছে রিয়াল, বার্সার পয়েন্ট ৪৯ এক ম্যাচ কম খেলে।

প্রিমিয়ার লিগে রক্ষণভাগের ভুলে বোর্নমাউথের কাছে ৩–২ গোলে হেরেছে লিভারপুল। অধিনায়ক ভার্জিল ফন ডাইকের ভুলে ইভানিলসন প্রথম গোল করেন, এরপর অ্যালেক্স হিমেনেজ ব্যবধান বাড়ান। ফন ডাইক ও ডোমিনিক সোবোস্লাই সমতা ফেরালেও যোগ করা সময়ে আমিন আদলির গোলে জয় পায় বোর্নমাউথ।

বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ মৌসুমের প্রথম হারের মুখ দেখেছে। আলিয়াঞ্জ অ্যারেনায় আউক্সবুর্ক শেষ ছয় মিনিটে দুটি গোল করে ২–১ ব্যবধানে জয় পায়। এতে দুই মৌসুম মিলিয়ে বায়ার্নের ২৭ ম্যাচের অপরাজেয় ধারা থেমে যায়। ১৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তারা এখনো শীর্ষে।

Card image

Related Videos

logo
No data found yet!