ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানান, শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক মো. আজিজুর রহমান (২৭) নামের এক রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি জানান, ধানমন্ডি ৩২ এলাকা থেকে শুক্রবার আজিজুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীকালে ধানমন্ডি থানায় এপ্রিল মাসে দায়ের করা একটি মামলায় আসামি হিসেবে শনিবার তাকে আদালতে পাঠানো হয়। আরও বলেন, যে মামলায় আাসামি হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে, তা পেনাল কোডের একটি নিয়মিত মামলা। কিন্তু অনেকেই বিষয়টিকে হত্যা মামলা হিসেবে প্রচার করছেন, যা মিথ্যা ও উদ্দেশ্যমূলক। এই মুখপাত্র কোনো রকম বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন।