মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার নয়াহাট এলাকায় ইয়াবা বিক্রির অভিযোগে নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম ও শিকারীপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে মোট ১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। হরিরামপুর থানার ওসি মুজিবুর রহমান জানান, গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি এলাকায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দেখা হচ্ছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।