একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রশাসকরা বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে কাজ করবে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিশেষ বোর্ড সভা শেষে এ কথা জানান। গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংককে একীভূত করে একটি নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক গঠন করা হবে। যার সম্ভাব্য নাম হবে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’। শিগগিরই এর লাইসেন্স ইস্যু করবে কেন্দ্রীয় ব্যাংক।