শনিবার ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মেদ বীর বিক্রম বলেছেন, বর্তমান সরকার একটি দুর্বল সরকার। দেশের আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে নির্বাচিত সরকারের বিকল্প নেই। তবু আমরা এ সরকারকে সহযোগিতা করব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ নিজের হাতে আইন তুলে নিক এইটা আমরা চাই না। আশা করব বর্তমান সরকার শক্ত হাতে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করবে এবং রাজনৈতিক দল সমূহের সাথে আলোচনা করে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে দ্রুত নির্বাচন দিয়ে অরাজকতার হাত থেকে দেশকে মুক্ত করবে। মেজর হাফিজ আরো বলেন, গত ১৫ বছরের গুম খুন ও হত্যা পৃথিবীর ইতিহাসে নেই। দুর্নীতি করে সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে। জুলাই আগস্ট ছাত্রজনতার ত্যাগের বিনিময়ে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে।