ফ্রান্সের লিলের ডেকাথলন স্টেডিয়ামে প্রীতি ম্যাচে তিউনিসিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখালেও রক্ষণভাগের ভুলে ২৩ মিনিটে গোল খেয়ে বসে সেলেসাওরা। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে সমতা ফেরান ফরোয়ার্ড এস্তেভাও। দ্বিতীয়ার্ধে লুকাস পাকেতা পেনাল্টি মিস করলে জয়ের সুযোগ হাতছাড়া হয়। ম্যাচ শেষে কোচ কার্লো আনচেলত্তি জানান, এই ফল নিয়ে তিনি উদ্বিগ্ন নন এবং বিশ্বকাপের আগে দলের প্রস্তুতি নিয়েই বেশি মনোযোগী। তিনি তিউনিসিয়ার শক্ত রক্ষণভাগের প্রশংসা করেন এবং বলেন, আক্রমণে সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি দল। এদিকে, পুরনো লিগামেন্ট ইনজুরিতে ভুগে ৬০ মিনিটে মাঠ ছাড়েন ডিফেন্ডার এদার মিলিতাও। বাছাইপর্বে ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করেছে ব্রাজিল।