খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কিছু কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির নাম ভাঙিয়ে লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার খামারবাড়ির সামনে দুর্নীতিবিরোধী নাগরিক ও ছাত্র-সমাজের ব্যানারে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে জানানো হয়, সম্প্রতি বদলি বাণিজ্যের অভিযোগে অর্থ উইংয়ের উপ-পরিচালক ড. মুহাম্মদ মাহবুবুর রশীদকে বদলি করা হয়। এরপর গত বৃহস্পতিবার তার অনুসারীরা খামারবাড়ির গেটে তালা, বহিরাগতদের দিয়ে সড়ক অবরোধ ও সংবাদ সম্মেলনের মতো কর্মসূচি দিয়ে নানা বিশৃঙ্খলা তৈরি করেন। অস্থিরতা তৈরির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। রেজাউল ইসলাম মুকুল, মুহাম্মদ মাহবুবুর রশিদ এবং একেএম হাসিবুল হাসান নামে তিন কর্মকর্তা বিএনপির নাম ভাঙিয়ে বদলি-পদায়ন বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ ওঠে।