ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেফতারের পর থেকেই তুরস্কজুড়ে বিক্ষোভ-আন্দোলন বুধবার টানা সপ্তম দিনে গড়িয়েছে। মঙ্গলবার পুলিশের হাতে আটক হয়েছেন অন্তত সাতজন সাংবাদিক। তার মধ্যে এএপপির এক চিত্র সাংবাদিকও রয়েছেন। মঙ্গলবার আন্দোলন থামাতে পুলিশ বড় ধরনের অভিযান চালায়। সব মিলিয়ে প্রায় ১৫০০ জনকে আটক করা হয়েছে। এএফপির চিত্র সাংবাদিক ইয়াসিন আকগুল মঙ্গলবার বিক্ষোভের ছবি তুলতে যান। প্রশাসনের অভিযোগ, ওই সাংবাদিক বেআইনি বিক্ষোভে অংশ নিয়েছিলেন, তাই তাকে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিক জানিয়েছেন, বিক্ষোভে যোগ দিতে নয়, তিনি ওই বিক্ষোভের ছবি তুলতে গিয়েছিলেন। এএফপির সিইও এরদোগানকে চিঠি দিয়ে মুক্তি চেয়েছেন।