পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আবারও ঢাকায় গান গাইতে আসছেন। আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের কনসার্ট। অনুষ্ঠানটির আয়োজন করছে মেইন স্টেজ ইনক। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কাজী রাফসান জানিয়েছেন, কনসার্টের প্রস্তুতি ও সরকারি অনুমোদনের কাজ প্রায় শেষ পর্যায়ে। এতে আতিফ আসলামের পাশাপাশি বিদেশি ও দেশীয় শিল্পীরাও অংশ নেবেন। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও বেসরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করা হয়েছে। ভেন্যুর নাম এখনো প্রকাশ করা হয়নি, তবে পূর্বাচল বা বসুন্ধরা এলাকার আশপাশে আয়োজনের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে তিন ক্যাটাগরিতে—‘পেহলি নাজার’, ‘আদাত’ ও ‘দূরি’, যার দাম যথাক্রমে ৯,৯৯৯, ৪,৯৯৯ ও ২,৪৯৯ টাকা। গত বছর ঢাকায় কনসার্টে আতিফ বাংলাদেশকে নিজের দ্বিতীয় বাড়ি বলে উল্লেখ করেছিলেন।