বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার দুপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলার রায় পাঠ শুরু করেছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় পাঠ শুরু করেন। মামলায় প্রসিকিউশন ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার অভিযোগপত্র জমা দেয়, যাতে প্রমাণ, সাক্ষ্য ও শহীদদের তালিকা অন্তর্ভুক্ত রয়েছে। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে শেখ হাসিনা নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোকে বিক্ষোভকারীদের দমন করতে নির্দেশ দেন, যার ফলে দেড় হাজারেরও বেশি মানুষ নিহত ও ২৫ হাজারের বেশি আহত হন। ৫ আগস্ট আশুলিয়ায় ছাত্রদের গুলি করে হত্যা ও লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনাও এই মামলার অন্যতম অভিযোগ। রায়ের মাধ্যমে এই অভিযোগগুলোর দায় নির্ধারণ করা হবে।