বুধবার (১২ ফেব্রুয়ারি) আলজাজিরার খবর মারফত জাতিসংঘের প্রতিবেদনে জানা গেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা পুনর্গঠন এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে যে ‘মানবিক বিপর্যয়’ দেখা দিয়েছে তা শেষ করতে ৫৩ বিলিয়ন ডলার লাগবে। এ অর্থের প্রথম ৩ বছরেই লাগবে ২০ বিলিয়ন ডলার। বর্তমান পরিস্থিতিতে গাজার প্রয়োজনীয় চাহিদার মূল্যায়ন করা সম্ভব হয়নি বলে উপত্যাকাটি পুনরুদ্ধার ও পুনর্গঠনের প্রয়োজনীয়তার দিকটাতে গুরুত্ব দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে। জাতিসংঘের মতে, ইসরাইলের বর্বর হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। দেশটির ৪৮ হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন, নিখোঁজ ১৩ হাজারের অধিক!