সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ছাড়াও ইউরোপের অন্য নেতাদের সঙ্গে বৈঠকের মাঝপথেই রুশ প্রেসিডেন্টের সঙ্গে ৪০ মিনিট ধরে ফোনে কথা বলেন ট্রাম্প। এর পরপরই এক পোস্টে তিনি বলেন, আমি প্রেসিডেন্ট পুতিনকে ফোন দেই এবং তার ও জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজন এবং এর জায়গা নির্ধারণে কাজ শুরু করে দেই। ওই বৈঠকে এই দুই প্রেসিডেন্ট এবং আমি থাকব। আরও জানান, আজকের বৈঠকে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আলোচনা হয়েছে। আমেরিকার সঙ্গে সমন্বয় করে ইউরোপের বিভিন্ন দেশ এ প্রক্রিয়ায় অংশ নেবে। এর আগে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধবিরতি অপরিহার্য নয় বলে মন্তব্য করেন ট্রাম্প। বলেন, সবার জন্য তিনি এই যুদ্ধ বন্ধ চান।