মোংলা বন্দরে নিলামে তোলা ৭২টি গাড়ির মধ্যে ২৭টির বিক্রয়াদেশ জারি করেছে মোংলা কাস্টম হাউস। নিলামে তোলার পর সংশ্লিষ্ট আমদানিকারকরা ৪৫টি গাড়ি আদালতের রায়ে খালাস করেছেন। গত ৬ ফেব্রুয়ারি ২৭টি গাড়ির বিক্রয়াদেশ জারি করেছিল সংস্থাটি। সর্বোচ্চ দাম উঠেছে ইউ এস ভি প্রাডো মডেলের গাড়ি, ১ কোটি ১৪ লাখ ৫৫ হাজার টাকা। মোংলা কাস্টমস হাউসের সহকারী কমিশনার জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পড়ে থাকা ৭২টি গাড়ি নিলামে তোলা হয়, সংশ্লিষ্ট আমদানিকারকরা নির্ধারিত সময়ের মজা বন্দর থেকে খালাস করেনি বলে।