শনিবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, যেখানে আমদানি করা পণ্য সংরক্ষণ করা হয়, সেখান থেকেই আগুনের সূত্রপাত। প্রথমে বাংলাদেশ সিভিল এভিয়েশন ও বিমানবাহিনীর দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ২৮টি ইউনিট যুক্ত হয়। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন। আগুনের তীব্রতা বাড়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করেছে। ফায়ার সার্ভিস সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। এখনো আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কর্তৃপক্ষ সবাইকে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে।