ঘূর্ণিঝড় ডিটওয়াহের পর শ্রীলংকায় ভয়াবহ বন্যায় আটকে পড়া ৫০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করেছে ভারতীয় বিমানবাহিনী, যার মধ্যে তিনজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। উদ্ধারপ্রাপ্তদের মধ্যে ভারত, বেলারুশ, ইরান, দক্ষিণ আফ্রিকা, পোল্যান্ড, জার্মানি, স্লোভেনিয়া, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের নাগরিকও আছেন। ২৮ নভেম্বর ভারত ‘অপারেশন সাগর বন্ধু’ শুরু করে, যার আওতায় নৌবাহিনীর জাহাজ ও বিমান থেকে ৪০ টনেরও বেশি ত্রাণসামগ্রী—তাঁবু, খাবার, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম—পাঠানো হয়। এছাড়া জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর ৮০ সদস্য ও পাঁচজন চিকিৎসক উদ্ধার অভিযানে অংশ নেন। ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত ৪৭৪ জন নিহত ও ৩৫৬ জন নিখোঁজ রয়েছেন। প্রায় সাড়ে চার লাখ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক এলাকায় এখনো বিদ্যুৎ ও নিরাপদ পানির অভাব দেখা দিয়েছে। বন্যা ও ভূমিধসের কারণে উদ্ধারকাজে চরম চ্যালেঞ্জের মুখে পড়ছে কর্তৃপক্ষ।