জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) অভিযোগ করেছে যে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক সহায়তা বাধাগ্রস্ত করছে, ফলে শীতের আগমনে লক্ষ লক্ষ ফিলিস্তিনি চরম দুরবস্থার মুখে পড়ছে। সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি জাতিসংঘ সাধারণ পরিষদে বলেন, ইসরায়েলের নিষেধাজ্ঞা ও তহবিল ঘাটতি ইউএনআরডব্লিউএর স্বাস্থ্য ও শিক্ষা সেবা বিপন্ন করছে। যুক্তরাষ্ট্রের অর্থায়ন স্থগিতের পর সংস্থাটি গাজায় সীমিত সক্ষমতায় কাজ চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশের কথা থাকলেও বাস্তবে মাত্র প্রায় ১৫০ ট্রাক ঢুকছে, যা দুই মিলিয়ন বাস্তুচ্যুত মানুষের প্রয়োজন মেটাতে যথেষ্ট নয়। জাতিসংঘ সতর্ক করেছে যে গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষের পরিস্থিতি ভয়াবহ। এদিকে ইসরায়েল সীমিতভাবে জিকিম সীমান্ত খুলে দিয়েছে এবং যুদ্ধবিরতির অংশ হিসেবে বন্দি ও মৃতদেহ বিনিময় চলছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল থেকে ফেরত পাওয়া ১৫টি ফিলিস্তিনির দেহের বেশিরভাগই শনাক্ত করা যায়নি।