অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি ও রনির স্ত্রী ইমরানা জামান চৌধুরীর নামে থাকা মেঘনা ব্যাংক পিএলসির প্রায় সাড়ে চার কোটি শেয়ার জব্দ করেছে। আদালতের নির্দেশে এই জব্দ কার্যকর করা হয়, কারণ তদন্তে দেখা গেছে শেয়ারগুলো অবৈধ অর্থে কেনা হয়েছিল। সিআইডির তথ্যমতে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, জালিয়াতি ও সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে বিদেশে পাচার করেন এবং পরে দেশে এনে বৈধ সম্পদে রূপান্তরের চেষ্টা করেন। ২০২২ সালের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে সিঙ্গাপুর ও দুবাই থেকে দেশে আনা অর্থ দিয়ে প্রায় ৬০ কোটি টাকায় মেঘনা ব্যাংকের শেয়ার কেনা হয়। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত ১৮ নভেম্বর জব্দের আদেশ দেন। ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের তত্ত্বাবধানে তদন্ত অব্যাহত রয়েছে।