হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ সোমবার। প্রতিবছর মাঘের শুক্লা তিথিতে বাগদেবীর এই আরাধনা হয়। এ উপলক্ষে শিক্ষার্থীরা আজ বাণী অর্চনা, মন্দির-মণ্ডপ ও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পূজা, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতিসহ নানাভাবে উদযাপন করবেন। বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে কোথাও কোথাও গতকালকেই এই উৎসব উদযাপিত হয়েছে! ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাড়াও বিভিন্ন হলে পূজা মণ্ডপ স্থাপন করা হয়েছে। সকাল এগারোটায় জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের আলোচনা সভা হবে। এদিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকরাও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।