Web Analytics
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ফেলানী হত্যার ১৫ বছর পরও বিচার হয়নি। বুধবার রাজধানীর বিজয়নগর-পল্টন এলাকায় ফেলানী হত্যা দিবস উপলক্ষে আয়োজিত বিক্ষোভে তিনি অভিযোগ করেন, ২০২৫ সালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত এলাকায় ৩৪ জন বাংলাদেশিকে হত্যা করেছে, কিন্তু কোনো বিচার হয়নি। তিনি বলেন, ভারত থেকে গুলি এলে পাল্টা জবাব দিতে হবে, কারণ তারা শান্তির ভাষা বোঝে না।

রাশেদ প্রধান আরও বলেন, ভারত সরকার বাংলাদেশে হিন্দু নির্যাতনের মিথ্যা অভিযোগ তোলে, অথচ নিজ দেশে মুসলিম ও খ্রিস্টানদের ওপর নির্যাতন চালায়। তিনি শেখ হাসিনার দিল্লির সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন এবং আসন্ন নির্বাচনে ইসলামি ও দেশপ্রেমী ১১ দলকে বিজয়ী করার আহ্বান জানান।

ফেলানী হত্যা দিবস উপলক্ষে জাগপার এই বিক্ষোভে দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলামসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

Card image

Related Videos

logo
No data found yet!