ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আশা প্রকাশ করেছেন, কয়েক দিনের মধ্যেই হামাসের সঙ্গে জিম্মি মুক্তির চুক্তি সম্পন্ন হতে পারে। তিনি জানিয়েছেন, প্রথম ধাপে ৬০ দিনের যুদ্ধবিরতির আওতায় জিম্মিদের মুক্ত করে আনা এবং তারপর চূড়ান্ত সমাধানের চেষ্টা করা হবে। তিনি বলেন, ‘গাজা যুদ্ধ আজ কিংবা আগামীকালও শেষ হতে পারে, যদি হামাস তাদের অস্ত্র সমর্পণ করে।’ নেতানিয়াহু বলেন, গাজায় হামাস বেসামরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে এবং যুদ্ধক্ষেত্র ছাড়তে বাধা দিচ্ছে। তিনি হামাসকে ‘দানব’ আখ্যা দিয়ে দাবি করেন, তারা নিজেদের জনগণকে হত্যা করে দায় চাপায় ইসরাইলের ওপর। এছাড়া তিনি ট্রাম্পের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে ‘অসাধারণ’ বলেও মন্তব্য করেন।