সদ্য পদত্যাগ করা অন্তবর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ক্ষমতা ছেড়ে জনগণের কাতারে এসে ৫৩ বছরের রাজনৈতিক ইতিহাসে নতুন নজির স্থাপন করেছেন বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। ভেরিফাইড ফেসবুকে লিখেছে, নাহিদ কেবল এক দফার ঘোষণাই দেননি, গাড়ি, বাংলো, ভিওআইপি প্রটোকল, ক্ষমতা সব ছেড়ে জনতার কাতারে নেমে এসেছেন। এর আগে সাবেক উপদেষ্টা নাহিদ বলেন, সরকার এখন স্থিতিশীল, তাই আমার মনে হয়েছে এবার জনতার কাছে গিয়ে তাদের সাথে কাজ করা দরকার। এজন্যই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।