শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে, যা গত ৩৬ ঘণ্টায় তৃতীয় দফার ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩। উৎপত্তিস্থল নিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের মধ্যে ভিন্নতা দেখা গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডায়, আর ইউএসজিএস জানিয়েছে এটি নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে। উভয় সংস্থা মাত্রা বিষয়ে একমত হলেও উৎপত্তিস্থল নিয়ে মতপার্থক্য নতুন আলোচনার জন্ম দিয়েছে। ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। এর আগে শুক্রবার সকালে ৫.৭ মাত্রার প্রথম ভূমিকম্পে ১০ জন নিহত ও ৬০০ জনের বেশি আহত হন। শনিবার সকালেও ৩.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প হয় নরসিংদীর পলাশে।