বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনের নেতা সারজিস আলম অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, যে পুলিশ প্রশাসনকে নতুন করে বসিয়েছেন এরা বাংলা সিনেমার মতো ঘটনা ঘটার পর আসে। তিনি প্রশ্ন করেন, ঘটনা ঘটার পর দুই ঘণ্টা যোগাযোগ করেও কেন পুলিশকে মাঠে আনানো যায়নি? যারা রক্ত দিয়ে জীবন দিয়ে সরকারকে ক্ষমতায় বসিয়েছে তাদের জীবনের নিরাপত্তা কে দিবে? গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বক্তব্যকালে তিনি আরো বলেন, গাজীপুর গণঅভ্যুত্থানে বেশি অবদান রাখা দুই তিনটি জেলার মধ্যে একটি। প্রয়োজনে জাহাঙ্গীরদের আবারো প্রতিহত করা হবে। এই সময় তিনি রাতের মধ্যে জড়িতদের গ্রেফতার করার আল্টিমেটাম দেন এবং প্রত্যেকটা আদালতে ফ্যাসিবাদের দোসর রয়েছে গ্রেপ্তার-জামিন খেলা না খেলে একশন নিতে বলেন।