জিওপি নেতা রাশেদ খান বলেন, ‘ডাকসু নির্বাচনে যারা বিজয়ী হয়েছে তাদেরকে সাধুবাদ ও শুভকামনা জানাই। তাদের প্রতি আহ্বান থাকবে, গণতন্ত্রের চর্চা এবং মহান মুক্তিযুদ্ধের মূলনীতির ভিত্তিতে একটি বাংলাদেশ গঠন করা- সেদিকে সবার দৃষ্টি রাখা। কোনোভাবেই যেন ঢাবিতে গণরুম-গেস্টরুম কালচার ফিরে না আসে।' রাশেদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজনীতি আওয়ামী লীগ আমলে ভয়ংকর রূপ ধারণ করে। শিক্ষকরা সেসময় বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যান, বিভিন্ন ছাত্রসংগঠনকে তারা প্রশ্রয় দেন। শিক্ষকদের রাজনীতির মধ্যে পরিচ্ছন্নতা ফিরিয়ে আনা, ভিসি ও শিক্ষক নিয়োগে কিভাবে নিয়ম-নীতি প্রতিষ্ঠা করা যায় সেদিকেও খেয়াল রাখতে হবে।' তিনি বলেন, ‘যারা নির্বাচিত হতে পারেনি আমি বলবো না তারা পরাজিত হয়েছে। গণঅভ্যুত্থানে তাদের ব্যাপক ভূমিকা রয়েছে, এতে তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। যারা জিততে পারেনি তার মানে এই নয় যে, তাদের ক্যারিয়ার শেষ হয়ে গেছে। তারা যদি শিক্ষার্থীদের বিপদে-আপদে পাশে থাকে, নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখে, তাহলে আমি আশাবাদী ভবিষ্যতে তারা ভালো করবে। সবাই মিলে ক্যাম্পাসকে সুন্দর করে গড়ে তোলা সবার দায়িত্ব। ’