পোষ্য কোটা পূর্বের মতো ৫ শতাংশ করা সহ ৮ দফা দাবিতে আজ পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন রাবি'র শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আজ সকাল ৯টা থেকে প্রশাসনিক ভবনে সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময়, বিভিন্ন বিভাগের ক্লাস বন্ধ থাকলেও চলছে পরীক্ষা। আন্দোলনরতরা বলছেন, প্রাতিষ্ঠানিক সুবিধা তাদের ন্যায্য অধিকার। তাদের সন্তানরা সকল শর্ত মেনেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এর আগে, দাবি আদায়ে কয়েকদিন অর্ধদিবস কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালন করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। উল্লেখ্য, জানুয়ারিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা ১ শতাংশ করা হয়। অপরদিকে, অযৌক্তিক পোষ্য কোটা ফিরিয়ে আনার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।