চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় একটি ট্রাকের ধাক্কায় কবির আলী (৫৭) নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার সকালে স্থলবন্দরের মধ্যবাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত কবির আলী সোনামসজিদ বালিয়াদীঘি গ্রামের কালু মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, সকালবেলায় রাস্তা পার হওয়ার সময় পেছন দিক থেকে আসা ভারতীয় ট্রাক কবির আলীকে ধাক্কা দেয়। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।