স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৪ জন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন এমন রোগী বরিশাল বিভাগে ১১৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৯ জন, ঢাকা বিভাগে ৩২ জন, ঢাকা উত্তর সিটিতে ১৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ২৮ জন, খুলনা বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে পাঁচজন এবং ময়মনসিংহ বিভাগে একজন। জানা গেছে, জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত ৬ হাজার ২২২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৩০ জন মারা গেছেন।