ইরানের আইআরজিসি সতর্ক করেছে, দেশের স্বার্থে পরবর্তী আঘাত আরও বিধ্বংসী প্রতিক্রিয়া ডেকে আনবে, যা যুক্তরাষ্ট্রের আধিপত্যের পতন ত্বরান্বিত করতে পারে। মুখপাত্র রমেজান শরীফ ট্রাম্পের মন্তব্যকে আমেরিকার পরাজয়ের প্রতিফলন বলেও উল্লেখ করেন। ডেপুটি কমান্ডার নাকদি জানান, ধর্মীয় নেতাদের ওপর হামলার চেষ্টা করলে এই অঞ্চলের সব মার্কিন নাগরিক হয় হত্যা, নয়তো বন্দি হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায়, যার জবাবে তেহরান পাল্টা প্রাণঘাতী হামলা চালায়।