রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার বলেছেন, ইউক্রেনে রাশিয়ার যথেষ্ট শক্তি ও সম্পদ রয়েছে যুদ্ধকে ‘যৌক্তিক পরিণতি’তে নিয়ে যাওয়ার জন্য। তবে তিনি আশা প্রকাশ করেছেন, এই যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন হবে না। পুতিন জানান, ২০০২ সালে ‘নর্দ-অস্ট’ থিয়েটার জিম্মি সংকটের সময় তিনি প্রথম প্রার্থনায় হাঁটু গেড়েছিলেন। ওই ঘটনায় চেচেনরা ৯০০ জনের বেশি মানুষকে জিম্মি করে এবং অন্তত ১৩০ জন নিহত হয়। নিজের ২৫ বছরের শাসন সম্পর্কে পুতিন বলেন, ‘আমি নিজেকে কোনো রাজনীতিক মনে করি না। আমি এখনো রাশিয়ার কোটি মানুষের মতোই একই বাতাসে নিঃশ্বাস নেই।' এদিকে যুদ্ধ বন্ধে সমঝোতা না হওয়াতে ট্রাম্প খুবই হতাশ!