গত ১৮ জুন ট্রাম্প হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানান ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে এই প্রথম কোনো পাকিস্তানি সেনাপ্রধান, যিনি রাষ্ট্রপ্রধান নন, প্রেসিডেন্টের সঙ্গে এমন বৈঠকে অংশ নিলেন। এরপর আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সাবেক দূত জালমে খলিলজাদ লেখেন, পাকিস্তানের সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ডাবল গেম’ খেলেছে। পাকবাহিনী যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা নিয়েছে, আবার একই সঙ্গে মার্কিন হত্যাকারীদের আশ্রয়ও দিয়েছে। একইভাবে নাইন ইভেলেনের পর ‘সন্ত্রাসের বিরুদ্ধে’ যুদ্ধের সময় আমাদেরও আবার আল-কায়েদার সন্ত্রাসীদেরও সহায়তা করেছে। সাবেক কূটনীতিক বলেন, পাকিস্তান এখনও ডা. আফ্রিদিকে আটক করে রেখেছে- যিনি বিন লাদেনকে হত্যায় সহযোগিতা করেছিলেন।