একটি রাজনৈতিক সমাবেশে সাবেক এক সংসদ সদস্যের পুলিশকে রাজনৈতিক নিয়ন্ত্রণে আনার আহ্বানমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। ওই বক্তব্যে তিনি বলেন, পুলিশ যেন রাজনৈতিক নেতাদের নির্দেশে মামলা গ্রহণ ও আসামি গ্রেফতার করে। বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সোমবার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, এটি গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশের নিরপেক্ষ ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ পুলিশ সংবিধান ও আইনের মাধ্যমে পরিচালিত হয় এবং ৫ আগস্টের ছাত্রজনতার অভ্যুত্থানের পর থেকে বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশ কোনো দলীয় প্রভাব ছাড়াই কাজ করছে বলে জানানো হয়। অ্যাসোসিয়েশন রাজনৈতিক নেতাদের এমন মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।