ভারতের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বলায় বাঙালিদের উপর ‘বাংলাদেশি’ তকমা দিয়ে নির্যাতন, আটক এবং ডিটেনশন ক্যাম্পে বন্দি করার প্রতিবাদে রাখি পূর্ণিমার পুণ্য লগ্নে কলকাতার রাজপথে বিরাট মিছিল করেছে বাংলা পক্ষ। সংগঠনটি জানায়, এসব রাজ্যে প্রশাসন পরিকল্পিতভাবে বাঙালি শ্রমিকদের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছে। অথচ বাংলার শিল্পাঞ্চল ও শহরাঞ্চলের অনেক কাজ বহিরাগতদের দখলে রয়েছে। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর যে রাখি বন্ধন উৎসবের সূচনা করেছিলেন, সেই স্মৃতিকে সম্মান জানিয়ে কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় শ্যামবাজারে বীর সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে। রাখি বন্ধনের প্রতীকী বার্তার মাধ্যমে বাঙালির ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক দেন নেতারা। সংগঠনের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় বলেন, হিন্দি সাম্রাজ্যবাদী, বাঙালি বিদ্বেষী বিজেপি বাঙালির ভাষা, সংস্কৃতি ও নাগরিকত্ব কাড়তে চায়। কিন্তু বাংলা পক্ষ তা হতে দেবে না। বাঙালি জাতীয়তাবাদের ঢেউ ক্রমেই শক্তিশালী হচ্ছে। আমরা মাথা উঁচু করে প্রথম সারির নাগরিক হয়েই বাঁচব।