পাঠ্যবই ছাপার কাগজ কেনার সঙ্গে রাখাল রাহা ও গাজি সালাউদ্দিন আহমেদ তানভীর জড়িত নন বলে জানিয়েছেন এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান। চেয়ারম্যান বলেন, রাখাল রাহার বিরুদ্ধে এনসিটিবির পাঠ্যবই ছাপার কাগজ ব্যবসায়ে ৪০০ কোটি টাকা কমিশন বাণিজ্য করার যে তথ্য প্রচার করা হচ্ছে, তা নিছক অপপ্রচার। পাঠ্যবইয়ের কাগজই কেনা হয়েছে ১০২ কোটি টাকার মতো। সেখানে ৪০০ কোটি টাকার বাণিজ্য কীভাবে হবে, সেটা একেবারেই বোধগম্য নয়। কাগজ কেনায় কমিশন বাণিজ্যের অভিযোগ তুলে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা ভুয়া এবং প্রোপাগান্ডা বলেন তিনি। পাঠ্যপুস্তক পরিমার্জনেও তিনি একক না, টিম ওয়ার্ক করেছেন।