সুনামগঞ্জ সদর উপজেলার মইনপুর এলাকায় ভোররাতে টাস্কফোর্সের অভিযানে ভারত থেকে অবৈধ পথে আনা বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি পরিত্যক্ত গুদামঘর ও সুরমা নদীতে পরিত্যক্ত নৌকা থেকে ১,২২৯ পিস ভারতীয় শাড়ি, ২০৮ পিস থ্রি-পিস এবং ১৯৫ পিস কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার টাকা। বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও অনুপ্রবেশ রোধে নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। জব্দকৃত পণ্য শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।