আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে উন্নত প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পুলিশ সদস্যদের বডি ক্যামেরা প্রদান এবং ড্রোন ব্যবহারের বিষয়টি বিবেচনায় আছে। আইনগত দিকগুলোও পর্যালোচনা করা হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে নতুন কনস্যুলেট অফিস খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, কার্যক্রম যেন সম্পূর্ণ অনলাইনে পরিচালিত হয় এবং শুরু থেকেই পূর্ণ ডিজিটাল সক্ষমতা নিশ্চিত করা হয়।