এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন- শুধু নির্বাচন, নির্বাচন আর নির্বাচন করে আমাদের সামনে একটি মুলা ঝোলানো হচ্ছে। আমরা এ ধরনের কোনো ধোঁকাবাজিতে বিশ্বাস করব না। তিনি বলেন, আমরা অবশ্যই নির্বাচন চাই, আমরা নির্বাচিত সরকার চাই, তবে এ গণঅভ্যুত্থানে যারা হত্যা করেছে- শেখ হাসিনাসহ তার দোসরদের যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনো লুকিয়ে আছে তাদের বিচারের আওতায় অবশ্যই আনতে হবে। পথসভায় নাহিদ বলেন, বর্তমান সংবিধান জনগণের নয়, এটি আওয়ামী লীগের ও মুজিববাদের সংবিধান; তাই তা ছুড়ে ফেলে নতুন সংবিধান চাই। শহীদ রুবেল-সাজ্জাদের কবর জিয়ারত ও সৈয়দপুর উর্দুভাষী ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এসব বলেন। তিনি বলেন, ককটেল হোক বা বুলেট—সবকিছু পেরিয়ে এনসিপি এগিয়ে যাবে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়বে। নিরাপত্তাহীনতার বিষয়ে তিনি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।