সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত বাংলাদেশি সেনাসদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলমের লাশের অপেক্ষায় রয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার তারাকান্দি গ্রামের স্বজনরা। রোববার সকালে লাশ পৌঁছানোর কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে হেলিকপ্টার রওনা দিতে বিলম্ব হচ্ছে বলে জানা গেছে। গত ১৩ ডিসেম্বরের ওই হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শনিবার ছয়জন শহীদের লাশ দেশে পৌঁছেছে। নিহত জাহাঙ্গীর আলম ২০১৪ সালের ১৪ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীতে মেস ওয়েটার হিসেবে যোগ দেন এবং চলতি বছরের ৭ নভেম্বর সুদানে শান্তিরক্ষা মিশনে যোগ দেন। যোহরের নামাজের পর নিজ বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হবে।
এই ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। সরকার শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনাদের অবদানের প্রশংসা করে আন্তর্জাতিক মহলে শান্তিরক্ষীদের নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।