Web Analytics
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বর্তমান সংবিধান ও রাষ্ট্র কাঠামোর মাধ্যমে জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। রাজধানীর উত্তরায় এক সমাবেশে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ’-এর আলোকে সংবিধান সংস্কার করতে হবে। তিনি প্রস্তাব করেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সংবিধান সভার নির্বাচন হিসেবেও আয়োজন করা উচিত। সাকি দাবি করেন, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন। সমাবেশের সভাপতি ও প্রার্থী অ্যাডভোকেট বিলকিস নাসিমা রহমান তুহিন বলেন, তাদের রাজনীতি ক্ষমতা দখলের জন্য নয়, বরং মানুষের মুক্তির জন্য। তিনি অতীতের শাসনামলে দুর্নীতি, বৈষম্য ও ক্ষমতার অপব্যবহারের সমালোচনা করে বলেন, জনগণের জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনই তাদের লক্ষ্য। সমাবেশে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!