বিচারিক প্রক্রিয়াকে নিরপেক্ষ, স্বাধীন এবং গতিশীল রাখার জন্য আদালত প্রাঙ্গনে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ও আইনজীবী সমিতিগুলো থেকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ করার সুপারিশ করেছে বিচার বিভাগীয় সংস্কার কমিশন। সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ড থেকে আইনজীবীদের বিরত থাকা আবশ্যক। আদালত প্রাঙ্গনে করা যাবে না রাজনৈতিক কর্মসূচি। প্রয়োজনে করতে হবে আইন, নিতে হবে কঠোর ব্যবস্থা। বিচারকদেরও মুক্ত থাকতে হবে রাজনৈতিক প্রভাব ও সম্পৃক্ততা থেকে। রাজনৈতিক দলগুলো থেকেও দুটি অঙ্গীকার চাওয়া হয়েছে, আইনজীবী সমিতি ও বার কাউন্সিল নির্বাচনের প্রার্থী বাছাইয়ে কোনো ভূমিকা রাখবে না এবং রাজনৈতিক দলের অঙ্গসংগঠন হিসেবে কোনো আইনজীবী সংগঠনকে স্বীকৃতি দিবে না। ক্ষমা প্রদানে রাষ্ট্রপতির একচ্ছত্র ক্ষমতা নিয়ন্ত্রণসহ ৩০টি বিষয়ে সুপারিশ করেছে কমিশন।