দেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা দ্রুত কমে গিয়ে শীতের তীব্রতা বাড়ছে। বৃহস্পতিবার সকালে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। আবহাওয়া অফিস জানিয়েছে, হিমালয়ের দিক থেকে ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ায় চলতি মাসের শেষ দিকে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। করতোয়া নদীতে কাজ করা শ্রমিকরা জানান, ঠান্ডায় কাজ করা কঠিন হয়ে পড়ছে। স্থানীয়রা বলেন, ভোরে ঘন কুয়াশায় চারদিক ঢেকে যায় এবং সূর্য ওঠার আগ পর্যন্ত শীতের তীব্রতা চরম থাকে। আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, গত কয়েক দিনে তাপমাত্রা ধারাবাহিকভাবে কমছে, যা মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহের ইঙ্গিত দিচ্ছে।