সারা দেশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করলেও রায় কার্যকর নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তারা চান, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে দ্রুত ফাঁসি কার্যকর করা হোক। শহীদদের বাবা-মা, স্ত্রী ও ভাইবোনরা বলেছেন, রায় কার্যকর হলে তবেই তাদের প্রিয়জনদের আত্মা শান্তি পাবে। পটুয়াখালী, মাগুরা, গাইবান্ধা, জামালপুর, চট্টগ্রামসহ বিভিন্ন জেলার পরিবারগুলো রায়কে আল্লাহর ন্যায়বিচার হিসেবে দেখছেন, তবে তারা জোর দাবি জানিয়েছেন যেন রায় ঘোষণায় সীমাবদ্ধ না থাকে। অনেকেই বলেছেন, এই সরকারের আমলেই রায় কার্যকর দেখতে চান। কেউ কেউ বলেছেন, ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত তারা খুশি হতে পারছেন না। শহীদ পরিবারের সদস্যরা আরও আহ্বান জানিয়েছেন, ভবিষ্যতে যেন আর কোনো পরিবার এমন শোকের মুখোমুখি না হয়। সামগ্রিকভাবে তাদের প্রতিক্রিয়া সন্তোষ ও উদ্বেগের মিশ্র প্রকাশ ঘটিয়েছে।