বিরল উপজেলায় এক পথসভায় সারজিস আলম বলেছেন, উত্তরাঞ্চলে উন্নয়ন বৈষম্যের মধ্য দিয়ে বিগত এক যুগের বেশি সময় অতিবাহিত হয়েছে। সারজিস বলেন, দক্ষিণাঞ্চলে একটা পৌরসভায় যে উন্নয়ন বরাদ্দ দেওয়া হতো উত্তরাঞ্চলে একটি জেলাতেও সে পরিমাণ বরাদ্দ দেওয়া হতো না। দক্ষিণাঞ্চলে একটি এক্সপ্রেসওয়ে করতে যে পরিমাণ বরাদ্দ দেওয়া হতো উত্তরাঞ্চলের পুরো রংপুর বিভাগে সে পরিমাণ বরাদ্দ দেওয়া হতো না। তিনি বলেন, উত্তরাঞ্চলে কোথায় কী সমস্যা, সেগুলো দেখে সব সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে বলার জন্য আজকে বিরলে এসেছি। আরো বলেন, আগামীর বাংলাদেশে যারা নেতৃত্ব দিতে চান তাদেরকে আগে দেখতে হবে মানুষ কী চায়। মানুষের সাথে থেকে সমস্যা সমাধানের রাজনীতি করতে হবে বলে জানান তিনি।