আল জাজিরা জানায়, ইসরাইলি হামলার নৃশংসতার জেরে ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্য খাত। অচল হয়ে পড়েছে ব্লাড ব্যাংকগুলো। ফলে অবরুদ্ধ অঞ্চলটির রোগীদের জন্য দেখা দিয়েছে তীব্র রক্ত সংকট। এছাড়াও খাদ্যের অপ্রতুলতা ও অপুষ্টির অভাবে রক্তও দিতে পারছে না সুস্থরা। এমন পরিস্থিতিতে রক্তের অভাবে বাড়ছে রোগীদের মৃত্যুর আশঙ্কা। সাংবাদিক হানি মাহমুদ গাজা সিটি থেকে বলেন, ‘আমরা ব্লাড ব্যাংকে এমন অনেককে দেখেছি, যারা চিকিৎসকের কাছে অনুরোধ করছিলেন, প্রিয়জনের জীবন বাঁচাতে রক্ত নেওয়ার জন্য, কিন্তু তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। কারণ, তারা তীব্র পানিশূন্যতা ও অনাহারে রক্ত দেওয়ার উপযোগী ছিলেন না।’ ইতোমধ্যে ডব্লিউএইচও সতর্ক করে বলেছে, গাজায় এখনো ১৪ হাজার ৮০০ এর বেশি রোগীর বিশেষায়িত চিকিৎসা জরুরিভিত্তিতে প্রয়োজন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন। অন্যদিকে গাজায় এমন অমানবীয় পরিস্থিতির মধ্যেই চার পাঁচ দিনের মধ্যে পুরো গাজা দখলের সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু।