ইসলামী আন্দোলনের নেতা সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বিদ্যমান রাজনৈতিক দলগুলোর শুধু বড়লোকদের সুযোগ সুবিধা ও পুনর্বাসনের জন্য কাজ করছে; কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ গরিব দুঃখী মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য সংখ্যানুপাতিক পদ্ধতিতে (PR) সর্বস্তরে নির্বাচন দিতে হবে। আরও বলেন, ছাত্রজনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার দ্রুত করতে হবে। দুর্নীতিবাজদের গ্রেফতার করে অনতিবিলম্বে শাস্তি নিশ্চিত করতে হবে। ফিলিস্তিনে গণহত্যা বন্ধ, ভারতে ওয়াকফ আইন সংস্কারের নামে মুসলিম নির্মূলের চক্রান্ত, ইসলাম ও ধর্মবিরোধী নারী সংস্কার কমিশন বাতিলের দাবি জানান এই নেতা।