শনিবার ঢামেকে মাগুরায় নির্যাতিত শিশুটিকে দেখতে যান উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি ক্ষোভ নিয়ে বলেন, যে মেয়েটি মেয়ে হয়ে ওঠেনি, যে মেয়েটি নারী হয়ে ওঠেনি, তার গায়ে হাত দেয় কী করে? এই দেশটি কাপুরুষের দেশ হয়ে গেল! উপদেষ্টা বলেন, ‘এদেরকে দমন করার দায়িত্ব আপনাদেরও। সমাজ কি সুস্থ আছে বলে আপনার মনে হয়? তিনি বিচার নিশ্চিত করার চেষ্টা করবেন বলে জানান। তিনি বলেন, তিনটি মন্ত্রণালয় ও কমিউনিটিসহ ঢাকা থেকে শুরু করে ১৩০টি ক্যাম্প করতে যাচ্ছি। যে ক্যাম্পের ভেতরে হোম মিনিস্ট্রি, সমাজকল্যাণ মন্ত্রী, মায়েরা থাকবে, অভিভাবক এবং জুলাইয়ের বাচ্চারা থাকবে। আমরা এই ক্যাম্পটাকে ধরে নজরদারির ভেতরে আনব।