Web Analytics
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান বলেছেন, জামায়াতের সঙ্গে আদর্শগত মিল না থাকায় তাদের দল জোটগতভাবে নয়, বরং নিজস্ব প্রতীকে নির্বাচন করছে। সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও প্রার্থী পরিচিতি সভায় তিনি এ কথা বলেন। তিনি জানান, তাদের দল ইসলামি আদর্শ ধারণ করে স্বাধীনভাবে নির্বাচনে অংশ নিচ্ছে।

তিনি অভিযোগ করেন, সিলেটে প্রবাসীদের কষ্টার্জিত সম্পদ দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ও দখলদারদের টার্গেটে রয়েছে। নির্বাচিত হলে এসব সম্পদ রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলে চাঁদাবাজিমুক্ত বাজার ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। তিনি সিলেটকে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি নিরাপদ ও বাসযোগ্য ‘মডেল নগর’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন।

তিনি আরও বলেন, সিলেটে মুসলিম, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। একই সঙ্গে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা দীর্ঘদিন ধরে অবহেলা ও অবমূল্যায়নের শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!