মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সরকারের বিরুদ্ধে জেন-জি আয়োজিত বিক্ষোভে অন্তত ১২০ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই পুলিশ কর্মকর্তা। শনিবারের এই বিক্ষোভ প্রথমে শান্তিপূর্ণভাবে চললেও পরে সহিংসতায় রূপ নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠিত এই আন্দোলনের মূল দাবি ছিল মাদক সহিংসতা ও সরকারের নিরাপত্তা নীতির বিরোধিতা। নিরাপত্তা প্রধান পাবলো ভাজকুয়েজ জানান, প্রায় ১০০ জন পুলিশ আহত হয়েছেন, তাদের মধ্যে ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ২০ জন বিক্ষোভকারীও আহত হয়েছেন। ডাকাতি ও হামলার অভিযোগে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রেসিডেন্ট শেইনবাউম, যিনি ২০২৪ সালের অক্টোবরে দায়িত্ব নেন, তার জনপ্রিয়তা বজায় রাখলেও সাম্প্রতিক হত্যাকাণ্ডের কারণে তার নিরাপত্তা নীতি সমালোচনার মুখে পড়েছে। সংঘর্ষে এক সাংবাদিকের ওপরও হামলার ঘটনা ঘটে।